• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১০:৫০ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

লোহাগড়ায় জনতার মুখোমুখী অনুষ্ঠানে মাশরাফি


শুক্রবার ২৩শে ডিসেম্বর ২০২২ দুপুর ১২:২৩



লোহাগড়ায় জনতার মুখোমুখী অনুষ্ঠানে মাশরাফি

জনতার মুখোমুখি জনতার সেবক অনুষ্ঠানে এমপি মাশরাফি বিন মোর্ত্তজা।

ওবায়দুর রহমান, নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় “জনতার মুখোমূখী জনতার সেবক” নামে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নবাসীর উদ্যোগে কোটাকোল লঞ্চ ঘাট মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলা উদ্দিনের সভাপতিত্বে ও নড়াইল পৌরসভার কাউন্সিলর শরিফুল আলম লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, কোটাকোল ইউপি চেয়ারম্যান হাচান আল মাহমুদ ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->