মফস্বল ডেস্ক :
১ লাখ মোমবাতি প্রজ্বলন করে ভাষা শহীদদের স্মরণ করলো নড়াইলবাসী।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে তুলে ধরা হয় শহীদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিশু-কিশোর আর নড়াইলের আশপাশের জেলার মানুষও। ওড়ানো হয় ৭২টি ফানুস। এর আগে পরিবেশন করা হয় অমর একুশের গান। শ্রদ্ধা জানানোর বর্ণিল এ আয়োজন উপভোগ করেন সকলেই। ১৯৯৭ সাল থেকে এমন আয়োজন করে আসছে নড়াইল একুশ উদযাপন কমিটি।
এদিকে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও স্মরণ করা হয় ভাষা শহীদদের। প্রজ্বলন করা হয় ৫ হাজার ২০০ মোমবাতি। গতকাল সন্ধ্যায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে হয় এ আয়োজন। মোমবাতির জ্বালিয়ে তৈরি করা হয় শহীদ মিনার।
মন্তব্য করুনঃ