বিএনপি নেতাদের নির্যাতনের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণা জেলা বিএনপির উদ্যোগে শহরের কুরপাড়ের কাইলাটির মোড়ে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সহ-সভাপতি এফ এম শরিফুজ্জামান শরিফ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশ গ্রহনে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান।
মন্তব্য করুনঃ