নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টুর মনোনয়ন পত্র বাতিলের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী মো: আলাবক্স টিটু।
জেলা পরিষদ নির্বাচন-২০২২ এ মনোনয়ন পত্রের সাথে সংযুক্ত হলফনামায় মিথ্যা তথ্য ও সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট দাখিল করেছেন এমন অভিযোগ এনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: আলাবক্স টিটু আবেদনটি করেন।
আজ (৯নভেম্বর) বুধবার তিনি আবেদনটি করেছেন বলে জানা গেছে।
টিটুর অভিযোগ, আব্দুল ওয়াদুদ পিন্টুর দাখিল করা সার্টিফিকেটটি জাল। এ প্রসঙ্গে টিটু বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে ১৯৯২ সালে। সুতরাং ১৯৮৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ সার্টিফিকেট প্রদানের কোন সুযোগ নেই।
এ প্রসঙ্গে মো:আলাবক্স টিটু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আব্দুল ওয়াদুদ পিন্টুর দাখিল করা সার্টিফিকেট যাচাইয়ের আবেদন করলে পরীক্ষা নিয়ন্ত্রক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও সার্টিফিকেট শাখা পিন্টুর দাখিল করা সর্টিফিকেটটি “নট অথেনটিক বা জাল” বলে মতামত প্রদান করেছে বলে টিটু তাঁর আবেদনে উল্লেখ করেন।
এদিকে টিটুর অভিযোগ ও সার্টিফিকেট বিষয়ে জানতে আব্দুল ওয়াদুদ পিন্টুর মুঠোফোনে কয়েকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।
মন্তব্য করুনঃ