• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫১:৫০ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার


বুধবার ১৪ই সেপ্টেম্বর ২০২২ সকাল ০৭:১৩



নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জেরসিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতারকরেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।সিদ্ধিরগঞ্জথানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমানবিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) রাতে আদমজী কদমতলীএলাকা থেকে তাদের গ্রেফতারকরা হয়। এ সময় তাদের কাছথেকে দেশীয় অস্ত্র চাকু ও ছোরাউদ্ধার করে পুলিশ ।

গ্রেফতারকৃতরাহলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকার রবিউলের ছেলে ফয়সাল (১৬), একই এলাকার মোঃ আব্বাসের ছেলেরিফাত (১৬), হোসেনের ছেলেআবির (১৬), কুমিল্লা জেলারমকবুল হোসেনের ছেলে সিফাত (১৭)।

পুলিশজানায়, সিদ্ধিরগঞ্জে মারামারিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল তারা।তারাপরস্পর যোগাসাজশে বেশ কিছুদিন ধরেশক্তির মহড়া বা দাপটপ্রদর্শণ করে আধিপত্য বিস্তারকরছে। এছাড়া এরা চুরি ছিনতাইয়েরমতো অপরাধও করে থাকেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমানজানান, গতকাল রাতে আমরা গোপনসংবাদের ভিত্তিতে গ্রেফতার করি। ইতিমধ্যে তাদেরবিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->