• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৩:০২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন;কোম্পানীগঞ্জে মনিরুজ্জামান মনির নির্বাচিত


সোমবার ২৮শে নভেম্বর ২০২২ বিকাল ০৫:১৪



নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন;কোম্পানীগঞ্জে মনিরুজ্জামান মনির নির্বাচিত

নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মনির।

প্রশান্ত সুভাষ চন্দ, চ্যানেল এস ডেস্কঃ

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ড কোম্পানীগঞ্জ থেকে সদস্য পদে মনিরুজ্জামান মনির নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল খায়েরকে পরাজিত করে তিনি জয়লাভ করেন।

আজ সোমবার(২৮ নভেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়ে একটানা ২টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মনির ও আবুল খায়ের দুজনই ছিলেন আওয়ামী ঘরানার। মনিরুজ্জামান মনির ছিলেন সরকারী মুজিব কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস। অপরদিকে আবুল খায়ের ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে টিউবওয়েল প্রতীকে ৬৫ ভোট পেয়ে মনিরুজ্জামান মনির নির্বাচিত হন। আবুল খায়ের পেয়েছেন ৫৪ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপজেলার জনপ্রতিনিধি ভোটাররা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->