• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫৬:৫৯ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

শিক্ষককে ঘুমে রেখেই পরীক্ষা দিচ্ছিল পরীক্ষার্থীরা


বুধবার ১৭ই মে ২০২৩ বিকাল ০৫:৪২



শিক্ষককে ঘুমে রেখেই পরীক্ষা দিচ্ছিল পরীক্ষার্থীরা

চাটখিলের দিঘীর পাড় ফাজিল মাদরাসা

মফস্বল ডেস্ক :

পরীক্ষার হলে দায়িত্ব পালন না করে ঘুমিয়ে পড়েছেন দুই শিক্ষক। এ অবস্থাতেই পরীক্ষা দিচ্ছিল পরীক্ষার্থীরা। তবে শিক্ষকদের দিবানিদ্রায় হানা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নোয়াখালীর চাটখিল উপজেলার দিঘীর পাড় ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার(১৫ মে) দুপুরে দাখিল পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখে ফেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। পরবর্তীতে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। 

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- খোয়াজেরভিটি ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আবদুস শহীদ ও মমিনপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মুজ্জাম্মিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দায়িত্বে অবহেলার কারণে ওই দুই শিক্ষককে পরবর্তী সব পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ