• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সকাল ১০:৩৭:৪৮ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

রংপুরে আগুন পোহাতে গিয়ে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০


শনিবার ১৩ই জানুয়ারী ২০২৪ রাত ০৮:৪১



রংপুরে আগুন পোহাতে গিয়ে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রংপুরে ঘন কুয়াশা আর তীব্র শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান। 

জানা যায়, আলেয়া বেগম অগ্নিদগ্ধ হয়ে শুক্রবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। তিনি জেলার পীরগাছা উপজেলার গোয়ালু গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। আলেয়া বেগম শুক্রবার বেলা ১১টায় পুকুরে গোসল করেন এবং পরে ঠান্ডা লাগায় খড়ে আগুন লাগান আগুন পোহাতে গেলে তার কাপড় ও শরীর মারাত্মকভাবে পুড়ে যায়।এসময় তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাকে ভর্তি করানো হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা আ ম আখতারুজ্জামান জানান, অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটে মোট ৩০ রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। শনিবার একজনের মৃত্যু হয়েছে। প্রতি শীত মৌসুমে এ রকম অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানো দরকার। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->