• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৭:১৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

দিনাজপুরে চাঞ্চল্যকর হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩


বুধবার ২৬শে জুন ২০২৪ রাত ০৮:২০



ছবি: সংগৃহীত

মোঃ নাজমুল ইসলাম নয়ন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে চাঞ্চল্যকর রেজিয়া খাতুন নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও জমির দলিলপত্র উদ্ধার করা হয়। নিহত রেজিয়া খাতুন বীরগঞ্জের ধনগাঁও জুম্মার হাট এলাকার বাসিন্দা সবদুর মিয়ার স্ত্রী। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাকির হোসেন, হাসিম মিয়া ও রমজান আলী। গ্রেপ্তারকৃত জাকির ও রমজান আলী সম্পর্কে নিহতের নাতি হন। পুলিশ সুপার জানান, গত ৬ জুন রাতে রেজিয়া খাতুনের ঘরে ঢুকে ট্রাঙ্কের তালা ভেঙে গরু ও গম বিক্রির ১ লাখ ৭৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও জমির দলিল চুরি করতে যান জাকির, হাসিম ও রমজান। চুরির সময় রেজিয়া খাতুন চোরদের চিনে ফেলায় দা দিয়ে গলা কেটে হত্যা করা হয় তাঁকে। এ ঘটনায় নিহতের ছেলে সুনু মিয়া থানায় একটি মামলা করেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->