• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৭:১৭ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় ট্রেনের ২ বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত


মঙ্গলবার ১২ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:১৬



কাউনিয়ায় ট্রেনের ২ বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রংপুরের কাউনিয়া রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে লালমনিরহাট ও কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশনমাস্টার হোসেন মোবারক। 

তিনি জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বগুড়াগামী কমিউটার ট্রেনটি সকাল পৌনে ৭টার দিকে কাউনিয়া স্টেশনে প্রবেশ করছিল। স্টেশনের আগে ট্রেনটি এক নাম্বার লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিনের চাকা রেললাইন থেকে পড়ে যায়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। 

লাইনচ্যুতের ঘটনায় লালমনিরহাট ও কুড়িগ্রাম  রুটের রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই দুই রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনের সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ শেষ হলে লালমনিরহাট ও কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হবে। 

কমিউটার ট্রেনটি ইঞ্জিনের চাকা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ছাড়া আগে কেবিনে লাইন চেঞ্জিং পয়েন্ট বাঁকা হওয়ার কারণেও লাইনচ্যুতের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->