• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৩:২৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


বৃহঃস্পতিবার ২৭শে জুন ২০২৪ বিকাল ০৩:৩৩



ছবি: সংগৃহীত

 জাভেদ হোসেন, গাইবান্ধা প্রতিনিধি: 

গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং  ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এছাড়া পুলিশ সুপার কামাল হোসেন ও জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন সহ অনেকে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে সর্বমোট ১৬টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় কঞ্চিপাড়া ডিগ্রী কলেজকে ২-০ গোলে হারিয়েছে ফুলছড়ি সরকারি কলেজ। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->