• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৪:০৫ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

‘প্রাক্তনকে বার্তা পাঠানো দিবস’ আজ


সোমবার ৩০শে অক্টোবর ২০২৩ দুপুর ০২:০৫



‘প্রাক্তনকে বার্তা পাঠানো দিবস’ আজ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

প্রেম মরে যায়, ঠিকই বেঁচে থাকে প্রেমিক-প্রেমিকা। বেঁচে থাকলেও দুজন হয়তো দুই মেরুতে। কোনো খোঁজ নেই, খবরাখবর নেই। হয়তো ইচ্ছে থাকা সত্ত্বেও যোগাযোগ করা হয়ে ওঠে না। কিন্তু, কৌতূহল তো থাকেই, কেমন আছে মানুষটা? কী করছে এখন? জয়ম গোস্বামীর কবিতার ভাষায়, ‘ঠিক সময়ে অফিসে যায়?/ঠিক মতো খায় সকালবেলা?/টিফিনবাক্স সঙ্গে নেয় কি?/না ক্যান্টিনেই টিফিন করে?/জামা কাপড় কে কেচে দেয়?’

প্রাক্তন যদি আপনার মনে সামান্যও থেকে থাকে, যদি মনে পড়ে পুরোনো সেই দিনের কথা তাহলে এক সময়ের সেই প্রিয় মানুষকে এসএমএস পাঠাতে পারেন। আজ ‘টেক্সট ইওর এক্স ডে’ বা প্রাক্তনকে বার্তা পাঠানো দিবস।

প্রতি বছরের ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল টেক্সট ইয়োর এক্স ডে’ পালন করা হয়। চাইলে আপনিও দিবসটি উদযাপন করতে পারেন। খোঁজ নিতে পারেন তার। ক্ষুদেবার্তায় পাঠিয়ে দিতে পারেন মনের কথা।

১৯৮৪ সালে জার্মানিতে টেক্সটিং বা এসএমএসের (সংক্ষিপ্ত বার্তা) ধারণা বিকশিত হলেও কার্যকর হতে কয়েক বছর সময় লেগেছিল। ১৯৯২ সালের ডিসেম্বরে ২২ বছর বয়সী প্রকৌশলী কম্পিউটার ব্যবহার করে মোবাইলে ফোনে ‘মেরি ক্রিসমাস’ লিখে পাঠান। তখন থেকে প্রযুক্তি ও সংস্কৃতি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। আধুনিক যোগাযোগের সর্বাধিক ব্যবহৃত ফর্ম হয়ে উঠেছে এসএমএস। বিশেষ করে ৬০ বছরের কম বয়সীদের জন্য।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->