• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৬:৫০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন


বৃহঃস্পতিবার ২৩শে নভেম্বর ২০২৩ সকাল ১০:১৩



গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

গাজীপুর মহানগরের তেলিয়াপাড়া এলাকায় দুইটি কাভার্ডভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি গাজীপুর মহানগরীর সদর থানার তেলিয়াপাড়া এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে কাভার্ডভ্যান দুটির গতিরোধ করে এবং পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, হরতাল সমর্থকরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->