• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৩:০৮ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে সড়ক বিভাজকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২


রবিবার ১০ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩০



গাজীপুরে সড়ক বিভাজকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

ছবি: চ্যানেল এস

গাজীপুর প্রতিনিধি: 

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার কাঁচ বাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবু তাহের (৫৭) ও লক্ষ্মীপুরের কল্যানপুর গ্রামের আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহীম।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, ৫ জন আরোহী নিয়ে প্রাইভেট কারটি গাইবান্ধা থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলইে প্রাইভেটকারের যাত্রী আবু তাহের ও ইব্রাহীম মারা যান। তবে অপর তিন যাত্রী অক্ষত রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->