চ্যানেল এস ডেস্ক :
সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে এবং নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি সহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম।
শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকালে এক তার বার্তার মাধ্যমে তিনি এ আহবান জানান।
আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্র পূণরুদ্ধার ও দলের ঘোষিত ১০ দফা দাবী আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। নিজেদের মৌলিক অধিকার রক্ষায় দলের কর্মসূচীতে স্বত:স্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে আন্দোলনকে আরও বেগবান করতে হবে। নেতাকর্মীদের উপস্থিতিতে আগামীকালকের জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলেও আশা করেন তিনি।
উল্লেখ্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক আমেরিকাতে অবস্থান করায় তিনি স্বশরীরে সমাবেশে অংশ নিতে না পারায় তাঁর পক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নূরুল আলম শিকদার, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও মানছুরুল হক বাবর, পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সল ও সদস্য সচিব জাহেদুর রহমান রাজনকে বিশেষ দায়িত্ব প্রদান করেছেন।
মন্তব্য করুনঃ