সাগরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিরুল গাজী নামের এক জেলের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে দুবলারচর শুটকি পল্লীতে সাপের কামড়ে তার মৃত্যু হয়। নিহত মনিরুল গাজী (২৪) উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মৃত মনোয়ার গাজীর ছেলে।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, দুবলারচর থেকে মোবাইল ফোনে পরিবারের কাছে জানিয়েছে, মনিরুল গাজী সাপের কামড়ে মারা গেছে। তার মরদেহ নিয়ে দুবলারচর থেকে বাড়িতে রওনা হয়েছে তারা। শুটকি পল্লীতে মাছ বিছানোর সময় তাকে সাপে কামড় দেয়। পরবর্তীতে সাপটিও মেরে ফেলেছে মনিরুলের সঙ্গীরা।
দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাজারের গার্মেন্টস, জুয়েলারি, ফার্মেসি, সার-
কীটনাশক, প্লাস্টিক, কম্পিউটার, মোবাইল, সেলুনসহ ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুনঃ