• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১২:০৮:৩০ (31-Dec-2024)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য আটক


বুধবার ৩০শে নভেম্বর ২০২২ বিকাল ০৫:৩৩



সাতক্ষীরায় সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য আটক

ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) ভোরে শহরের পলিটেকনিক কলেজে চুরির সময় তাদের আটক করা হয়।

আটককৃত এরশাদ আলী (৩৬) ও হাসান আলী (৩২) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বাসিন্দা।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাব থেকে যন্ত্রপাতি চুরির সময় কলেজের নৈশপ্রহরী আশরাফুল আলম ও শফিকুর রহমান জানতে পেরে তাদের ধরার চেষ্টা করেন। এ সময় চোরেরা তাদের ওপর হামলা করে। এতে আহত হন নৈশ প্রহরীরা। তারা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, এরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। ঢাকা থেকে এখানে চুরির উদ্দেশে এখানে এসেছে। পলিটেকনিক কলেজের ল্যাবে চুরির সময় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->