• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৬:৩৮ (02-May-2024)
  • - ৩৩° সে:

দাম নিয়ে কারসাজি করলে কাঁচা চামড়া রফতানির অনুমতি দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী


বৃহঃস্পতিবার ২৯শে জুন ২০২৩ দুপুর ০২:২৬



দাম নিয়ে কারসাজি করলে কাঁচা চামড়া রফতানির অনুমতি দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

ছবি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

মফস্বল ডেস্ক :

এবার কুরবানিতে ট্যানারি মালিকরা চামড়ার দাম নিয়ে কারসাজি করলে সরকার কাঁচা চামড়া রফতানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

তিনি বলেন, সঠিক মূল্য নিশ্চিতে ঈদের পর এক সপ্তাহ কোনো চামড়া ঢাকায় ঢুকবে না। কুরবানির পর লবণ দিয়ে চামড়া সংরক্ষণের পরামর্শ বাণিজ্যমন্ত্রীর।

বুধবার (২৮ জুন) সন্ধ্যায় রংপুর মহানগরীর সাগরপাড়া লেকভিউ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিনিসপত্রের দাম বেড়েছে তাতে কোনো সন্দেহ নাই। এর কারণ কিছুটা বৈশ্বিক পরিস্থিতি আর কিছুটা সুবিধাভোগী ব্যবসায়ী। তবে সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কাজ করছে। ‍

পবিত্র ঈদ-উল আজহা পালনের জন্য তিনদিনের সফরে রংপুর গিয়েছেন বাণিজ্যমন্ত্রী। পীরগাছায় নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করবেন তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ