• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:১৩ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৫ জনের পদত্যাগ


সোমবার ১৯শে সেপ্টেম্বর ২০২২ সকাল ০৬:১৯



নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৫ জনের পদত্যাগ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৫ জনের পদত্যাগ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট নবঘোষিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন ১৫ জন নেতা। তাদের অভিযোগ, কমিটিতে সিনিয়রদের মূল্যায়ন করা হয়নি।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা ওলামা দলের সভাপতি মুন্সী শামসুর রহমান বেনু ও নিহত যুবদল নেতা শাওনের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠান শেষে পদত্যাগের ঘোষণা দেন তারা।

তারা হলেন যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দিন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এবং সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা; সদস্য আওলাদ হোসেন, হান্নান সরকার অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, ফারুক হোসেন, শহীদুল ইসলাম রিপন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, আমিনুর ইসলাম মিঠু, মো. ফারুক হোসেন ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু।

পদত্যাগের বিষয়ে যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান মুকুল জাগো নিউজকে বলেন, ‘কমিটিতে সিনিয়রদের মূল্যায়ন করা হয়নি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে এই কমিটি গ্রহণযোগ্য হয়নি। তাই আমি কমিটি থেকে পদত্যাগ করেছি।’

আরেক যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, ‘নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্যঘোষিত এই কমিটিতে আমার মতো একজন নগণ্য লোক না থাকাটাই শ্রেয়। তাই আমি পদত্যাগ করলাম।’

পদত্যাগকারী সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন বলেন, ‘এই কমিটিতে সিনিয়র নেতাদের মূল্যায়ন করা হয়নি। এই কমিটি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাই সবার সিদ্ধান্ত অনুযায়ী আমি কমিটি থেকে পদত্যাগ করেছি।’

 

আরেক সদস্য মনোয়ার হোসেন শোকন বলেন, ‘কমিটিতে যারা পদে এসেছেন তাদের এই শহরে কোনো ভিত্তি নেই। তাদের কোনো নেতাকর্মী নেই। তাদের নিয়ে নারায়ণগঞ্জে রাজনীতি হবে না। তাই আমরা নিজ ইচ্ছায় কমিটি থেকে পদত্যাগ করেছি।’

এ বিষয়ে কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। যদি কেউ পদত্যাগ করে থাকেন তাহলে তাদের বিষয়ে কেন্দ্র সিদ্ধান্ত নেবে।’

এরআগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেওয়া হয়।

 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->