• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১২:১৩ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

গাজিপুরে সড়ক দূর্ঘটনা, নিহত-১


শুক্রবার ১১ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:৪৯



গাজিপুরে সড়ক দূর্ঘটনা, নিহত-১

ছবি : সংগৃহীত

গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাজির পুকুর এলাকায় ট্রাক চাপায় জুলহাস নামে প্রাণ কোম্পানির এক কর্মচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন জানান, রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত জুলহাস ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বিরুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি প্রাণ কোম্পানিতে চাকরি করতেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->