• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১২:১০:১১ (31-Dec-2024)
  • - ৩৩° সে:

অসুস্থ্য সাংবাদিক মামুনের পাশে বিএনপি নেতা ফখরুল ইসলাম


রবিবার ২৯শে জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:০৭



অসুস্থ্য সাংবাদিক মামুনের পাশে বিএনপি নেতা ফখরুল ইসলাম

ফাইল ছবি

মফস্বল ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার অসুস্থ্য সাংবাদিক মামুনকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম। 

শনিবার(২৮ জানুয়ারী) মামুনের চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম মান্নান মুন্নার মাধ্যমে তিনি এ সহায়তা প্রদান করেন। এসময় অসুস্থ্য মামুনের আশু রোগমুক্তি কামনা করে ভবিষ্যতে তার পাশে থাকার কথাও জানিয়েছেন এ বিএনপি নেতা। 

এদিকে আলহাজ্ব ফখরুল ইসলামের সহায়তা পেয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মামুনের পরিবার।

উল্লেখ্য গণমাধ্যম কর্মী আব্দুল্যাহ আল মামুন প্রায় ৬ মাস ধরে নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা খরচ চালাতে গিয়ে মামুনের পরিবার এখন প্রায় সর্বস্বান্ত। আগামী সপ্তাহে তার ফুসফুসে অপারেশন করানোর কথা রয়েছে। অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন। যা মামুনের পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। এ পরিস্থিতিতে মামুনের পরিবার সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আকুতি জানিয়েছেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->