• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ রাত ০৮:২৪:৪৩ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় ৭দিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন


শুক্রবার ২৩শে ডিসেম্বর ২০২২ বিকাল ০৪:২২



নেত্রকোনায় ৭দিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন

লোকজ মেলার উদ্বোধন করছেন অতিথিরা।

জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোণায় ৭ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(২৩ ডিসেম্বর) সকালে আনন্দ শোভাযাত্রা,বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

জেলা সদরের ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমীর মাঠে এই মেলার আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা উজ্জ্বল বিকাশ দত্তের সভাপতিত্বে ও ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য তাহমিনা ছাত্তারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

এসময় জাতীয় সংসদের সংরক্ষিত আসন -১৭ এর সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালি,অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল ও আওয়ামী লীগ নেতা নূর খান মিঠু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ