• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সকাল ১০:২৯:২৯ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

২০২৩ সালে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে: রেলমন্ত্রী


শুক্রবার ৯ই ডিসেম্বর ২০২২ দুপুর ১২:৪৪



২০২৩ সালে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে: রেলমন্ত্রী

ছবি : সংগৃহীত

২০২৩ সালের জুন মাসের মধ্যে ঢাকার সাথে কক্সবাজারের রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কক্সবাজারে আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ কথা জানান। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে এই রেল যোগাযোগ। এটি চালু হলে দেশের পর্যটনখাতে ব্যাপক উন্নয়নসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->