প্রশান্ত সুভাষ চন্দ, চ্যানেল এস :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেলেন নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ও শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম সহ উপজেলা বিএনপির ৯০ নেতাকর্মী।
আজ সোমবার(৭ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেন তারা।
জেলা দায়রা জজ আদালতের সিনিয়র জেলা জজ নিলুফার সুলতানা তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোঃ তাহের ও অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ।
এর আগে গত ২০ জুন হাইকোর্ট থেকে আগাম জামিন নেন তারা।
উল্লেখ্য গত ১৬ জুন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে আলহাজ্ব ফখরুল ইসলাম সহ ৯০ বিএনপি নেতাকর্মীকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, এটি একটি মিথ্যা ও গায়েবী মামলা ছিল। মামলাটির মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনে সরকারের নগ্ন চিত্র ফুটে উঠেছে বলেও জানান তিনি।
মন্তব্য করুনঃ