• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:২১:৩৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

গাজীপুরে বাসে ডাকাতির পর নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫


বুধবার ১৪ই সেপ্টেম্বর ২০২২ সকাল ০৬:৫৮



গাজীপুরে বাসে ডাকাতির পর নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫

গাজীপুরে বাসে ডাকাতির পর নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫

গাজীপুরে বাসে ডাকাতি ও নারীকে ধর্ষণের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাননি তিনি।

সানোয়ার হোসেন জানান, শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাতে তাকওয়া পরিবহন নামে একটি বাসে ডাকাতি করে একদল ডাকাত। এসময় এক নারীকে তারা ধর্ষণ করে। পরে শ্রীপুর থানায় মামলা করার পর শ্রীপুর থানা ও গাজীপুর জেলা ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন— মো. রাকিব মোল্লা (২৩), সুমন খান (২০), মো. সজিব (২৩), মো. সুমন হাসান (২২) ও মো. শাহিন মিয়া (১৯)।

এ বিষয়ে রোববার (৭ জুলাই) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, গণধর্ষণের শিকার ওই নারী গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি যাওয়ার জন্য তাকওয়া পরিবহনের একটি বাসে উঠেন। গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর এলাকার ভাওয়ালগড়ের নির্জন জায়গায় বাসটি পৌঁছালে কয়েকজন ব্যক্তি বাসে ডাকাতি করার পর ওই নারীকে ধর্ষণ করে। পরে তাকে রাজেন্দ্রপুর এলাকায় বাস থেকে নামিয়ে দেওয়া হয়। পরে ওই নারী গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের কাছে সহযোগিতা চায়। জয়দেবপুর থানা পুলিশ ওই নারীকে শ্রীপুর থানায় পাঠায়। পরে শ্রীপুর থানা ও গাজীপুর জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে এই পাঁচ জনকে গ্রেপ্তার করে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->