• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫০:৫২ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

ইজতেমার দ্বিতীয় দিনেও ছিল মুসল্লীদের ঢল


শনিবার ১৪ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:৫৮



ইজতেমার দ্বিতীয় দিনেও ছিল মুসল্লীদের ঢল

ইজতেমায় ঢল নামছে মুসল্লীদের।

আব্দুল আলীম,গাজীপুর প্রতিনিধি :

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবারও টঙ্গীর তুরাগ নদীর তীরে অব্যাহত ছিল মুসল্লিদের ঢল।

শনিবার(১৪ জানুয়ারী) বাদ ফজর থেকে ইজতেমা মাঠে আখলাক, ঈমান ও কোরআন-হাদিসের আলোকে বয়ান করা হয়।

দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা বিভিন্ন বিষয়ে বয়ান করেন। এসময় বয়ানে মশগুল ছিলেন মুসল্লিরা।

দ্বিতীয় দিনের শুরুতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। বয়ানে পরকালের চিরস্থায়ী সুখ শান্তির জন্য প্রত্যেককে জীবিত থাকা অবস্থায় দ্বীনের দাওয়াতের কাজে মেহনত করার আহবান জানানো হয়।

এদিকে মুসল্লিদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে আখেরী মোনাজাত ভালভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->