• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৪:১৭ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে বাবা-ছেলে কারাগারে


সোমবার ১৫ই মে ২০২৩ রাত ০১:৩৫



কোম্পানীগঞ্জে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে বাবা-ছেলে কারাগারে

খোকন ও তার ছেলে সাইমুন

মফস্বল ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেধাবী কলেজ ছাত্রী রওশন আরা মিতুকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে অভিযুক্ত বাবা-ছেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার সকালে অভিযুক্তরা নোয়াখালীর ২নং আমলি আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামীরা হলেন বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে মো: খোকন ও তার ছেলে সাইমুন।

নিহত মিতু উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুল হালিমের মেয়ে।

এর আগে ২০২২ সালের ২০ জুন উল্লেখিত আসামী সহ তাদের সহযোগীদের অত্যাচার ও অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কলেজ ছাত্রী মিতু।

এ ঘটনায় নিহতের মা নূর জাহান বেগম বাদী হয়ে সাইমুন ও তার বাবা খোকন সহ ১০জনকে আসামী করে গত ২৪ জুলাই ২০২২ তারিখে আদালতে মামলাটি দায়ের করেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->