• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৫:৪৪ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

রাজধানীতে ট্রাকচাপায় নিহত ২


শুক্রবার ২৬শে জানুয়ারী ২০২৪ দুপুর ১২:১৪



রাজধানীতে ট্রাকচাপায় নিহত ২

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে আহত গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন। 

নিহতদের মধ্যে একজন হলেন সজীব হোসেন (৩৫)। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। 

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ভোরে খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী সিটকে পড়েন। এতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সজীব হোসেন মারা যান। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->