• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:০৮:৫৪ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ


বৃহঃস্পতিবার ১লা ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৫৪



কোম্পানীগঞ্জ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ

ফাইল ফটো

চ্যানেল এস ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাদেকুর রহমান ও উপ-পরিদর্শক(এসআই) রেজাউল হকের বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ করেছেন সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দ। 

বৃহস্পতিবার(১ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে এ অভিযোগ করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা ও অফিসার ইনচার্জ তাঁর প্রতি অবিচার করেছেন বলে অভিযোগ করেন তিনি।

প্রশান্ত সুভাষ চন্দ উপজেলার সিরাজপুর ইউনিয়নের প্রয়াত স্কুল শিক্ষক স্বপন কুমার চন্দের ছেলে ও দৈনিক আমাদের সময় এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাবেক উপজেলা প্রতিনিধি। 

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জুন সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দের বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। তারা সাংবাদিক সুভাষকে কুপিয়ে, পিটিয়ে ও গুলি করে মারাত্মক জখম করে। এক পর্যায়ে ঘরে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তার মা ও বড় ছেলেকেও মারধর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার ছোট ভাই প্রজিত সুহাস চন্দ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। প্রশান্ত সুভাষের অভিযোগ ওই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত না করে হামলাকারী সন্ত্রাসীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে মামলার ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়।পুলিশের এমন আচরণে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন এবং তার প্রতি অবিচার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তদন্ত পূর্বক কোম্পানীগঞ্জ থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আইজিপির কাছে আবেদন করেন তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ