• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:০৮:৪৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের শান্তি মিছিল অনুষ্ঠিত


শনিবার ৪ঠা মার্চ ২০২৩ বিকাল ০৫:৪৪



কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের শান্তি মিছিল অনুষ্ঠিত

উপজেলা আওয়ামী লীগের শান্তি মিছিল

প্রশান্ত সুভাষ চন্দ, চ্যানেল এস ডেস্ক :

বিএনপির কর্মসূচীর প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শান্তি মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার(৪ মার্চ)সকালে উপজেলা সদর বসুরহাটে এ শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল কাদের মির্জার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, পৌর আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম শরীফ চৌধুরী পিপুল ও ৫নং চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। 

বক্তারা বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে রাজপথে থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->