• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:৩৭ (02-Jan-2025)
  • - ৩৩° সে:

০৩:৩৯ পিএম, ২২ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২ ডিসেম্বর


মঙ্গলবার ২২শে নভেম্বর ২০২২ বিকাল ০৩:৩৯



কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২ ডিসেম্বর

ছবি : সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

আগামী ২ ডিসেম্বর শুক্রবার বিকেল ২টায় সরকারী এএইচসি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী এবং ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

বিশেষ বক্তা হিসেবে থাকবেন নোয়াখালী পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ খান সোহেল।

এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা সহ দলীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। সম্মেলনের মাধ্যমে নতুন দিনের প্রত্যাশা করছেন দলীয় রাজনীতিতে দ্বিধা বিভক্ত থাকা নেতাকর্মীরা।      

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->