প্রত্যন্ত গ্রামে বসে ইন্টারনেটের মাধ্যমে তরুণ-তরুণীরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে হাজার হাজার ডলার আয় করাটাই শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সাফল্য বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহমেদ পলক।
বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নে ফ্রিল্যান্সার তৃষ্ণা দিওর বাড়িতে আইসিটি সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তৃষ্ণা দিওর বাড়ি পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীকে স্থানীয় আদিবাসী সমাজের সর্বোচ্চ সম্মাননা স্বরূপ মাথার মুকুট এবং উত্তোরিও পরিয়ে দেয়া হয়।
পরিদর্শনকালে ফ্রি-ল্যান্সার তৃষ্ণা দিওরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয় এবং তার “নকরেক আইটি সেন্টারে” দ্রুতগতি সম্পন্ন ইনটারনেট ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়।
এসময় আইসিটি প্রতিমন্ত্রীর সাথে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মকছেদুর রহমান লেবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ