• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৬:২৫ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

১২:৩৯ পিএম, ১৫ জুন ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
জেলার খবর

শেরপুরের নালিতাবাড়ীর পাহাড়ি জনপদে প্রাণের ঋতু বর্ষাকে বরণ


বৃহঃস্পতিবার ১৫ই জুন ২০২৩ দুপুর ১২:৩৯



শেরপুরের নালিতাবাড়ীর পাহাড়ি জনপদে প্রাণের ঋতু বর্ষাকে বরণ

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

শেরপুরের নালিতাবাড়ী শহরের পাহাড়ি জনপদে প্রাণের ঋতু বর্ষাকে বরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার ১লা(১৫ জুন) আষাঢ়ে বাঙালির প্রাণের ঋতু বর্ষাকে বরণ করতে বর্ষাবরণ ও ঋতুরঙ্গ শোভাযাত্রা  ও আলোচনা সভার আয়োজন করেছে শেরপুরের নালিতাবাড়ী শহরের সেঁজুতি বিদ্যানিকেতন। 

 প্রাণের মাঝে শান্তির পরশ আনা বাংলার এই ঋতু উপলক্ষে সেঁজুতি অঙ্গন বর্ষাবরণ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। 

বর্ণাঢ্য শোভাযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় শিক্ষার্থীরা বর্ষার সাথে মিল রেখে গ্রামীণ পোষাকের পাশাপাশি বিভিন্ন সাজ সজ্জা করে বর্ষার রূপ ফুটিয়ে তোলে। শোভাযাত্রা শেষে সেঁজুতি অঙ্গনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময়, সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান বলেন, আমাদের সাহিত্য, সংস্কৃতি ও সঙ্গীতে বর্ষা ঋতু আবহমানকালই নব জাগরণ ঘটায়।আমরা সিক্ত হই বর্ষা ঋতুর বহতায়।

প্রাণের ঋতুকে বরণ করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তমনা এস এম হান্নান, কৃষক লীগের নেতা নূরে আলম সিদ্দিকী জনি, স্বাধীন বাংলা নিউজের স্টাফ রিপোর্টার শাহাদাত তালুকদার, সাংবাদিক মুন্জুরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->