• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩০:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

১২:৩১ পিএম, ১৭ জুন ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

বিদেশে অবস্থান করেও আসামী হলেন বিএনপি নেতা ফখরুল ইসলাম


শনিবার ১৭ই জুন ২০২৩ দুপুর ১২:৩১



বিদেশে অবস্থান করেও আসামী হলেন বিএনপি নেতা ফখরুল ইসলাম

বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম।

চ্যানেল এস ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগ-যুবদলের সংঘর্ষের ঘটনায় বিএনপির ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিদেশে অবস্থান করলেও এ মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলা বিএনপির সদস্য শিল্পপতি ফখরুল ইসলামকে। 

শুক্রবার (১৬ জুন) রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত মাহমুদুল হকের ছেলে আলমগীর হোসেনের মামলাটি দায়ের করেছেন। এতে ফখরুল ইসলামসহ ৯৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দু-আড়াইশ জনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে কোম্পানীগঞ্জ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় বাজারে যাওয়ার পথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মামলার বাদী আলমগীর হোসেনকে তারা মারধর করে বলে এজাহারে অভিযোগ করা হয়। 

জানতে চাইলে মামলার ১নম্বর আসামি বিএনপি নেতা ফখরুল ইসলাম টেলিফোনে বলেন, ‘স্ত্রীর চিকিৎসার কাজে গত ৫ জুন থেকে আমি দেশের বাইরে অবস্থান করছি। সশস্ত্র ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে উল্টো আমাদের বিরুদ্ধেই মিথ্যা ও গায়েবি মামলা করেছে’। এ ঘটনায় আদালতে সুবিচার পাবেন বলেও জানানা তিনি।’

বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, ‘বিনা উসকানিতে ছাত্রলীগকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন (৪৮),পৌর যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল (৩৫) ও ছাত্রদলের সাইমুনকে (২৩) পিটিয়ে জখম করেন। পরে পুলিশ এসে লাঠিচার্জ করলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন (৩২) আহত হন। এখন উল্টো আমাদের দলের ৯৩ জনের নামে ভুয়া মামলা করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই।’

এদিকে নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তার বক্তব্য সত্য নয় দাবি করে পাল্টা বিবৃতি দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার সামনে, কলেজ গেট ও হাসপাতাল রোডে তিন দফায় হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন সহ পাঁচজন আহত হন।আহত মাহমুদুর রহমান রিপন নোয়াখলী সদরে ও ওবায়দল হক রাফেল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->