• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৪৪:৪০ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

নোয়াখালী-৫: বিকল্প নেই কাদেরের, বিএনপির ভরসা ফখরুলে


সোমবার ৯ই জানুয়ারী ২০২৩ দুপুর ০২:৪৭



নোয়াখালী-৫: বিকল্প নেই কাদেরের, বিএনপির ভরসা ফখরুলে

ওবায়দুল কাদের ও আলহাজ্ব ফখরুল ইসলাম।

প্রশান্ত সুভাষ চন্দ, চ্যানেল এস ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ আসনে সংগঠন গোছাতে শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় কোন্দলে ছন্দ হারানো দলটি কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে। ইতোমধ্যে অনেক দূর এগিয়েও গেছে। বিভেদ ভূলে এক ছাতার নীচে চলে এসেছে দলীয় নেতাকর্মীরা। আগামী নির্বাচনে এ আসন থেকে প্রার্থী হবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আসনটিতে তাঁর বিকল্প কোন প্রার্থী নেই। 

অপরদিকে বিএনপি থেকে গত নির্বাচনগুলোতে এ আসনে প্রার্থী ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিষ্টার মওদুদ আহমেদ। তাঁর মৃত্যুর পর এ আসনে ছন্দ হারিয়ে ফেলে স্থানীয় বিএনপি। অনেকটা অভিভাবকহীন হয়ে পড়ে দলটি। হতাশা ভর করে মামলা-হামলায় জর্জরিত দলীয় নেতাকর্মীদের উপর। তবে বেশী দিন সে হতাশায় নিমজ্জিত থাকতে হয়নি তাদের। 

ব্যরিষ্টার মওদুদ আহমদের অবর্তমানে দলের হাল ধরতে এগিয়ে আসেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম। চরম সংকটময় সময়ে রাজনৈতিক বিচক্ষনতা, দক্ষতা ও তৃণমূল কর্মীদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে নেতৃত্ব গ্রহন করেন তিনি। শুরুতে কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও ধীরে ধীরে সে প্রতিবন্ধকতা কাটিয়ে দলের মধ্যে শক্ত অবস্থান করে নিয়েছেন তিনি। 

ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে দল গোছানোর কাজে মনোনিবেশ করেছেন তিনি। সার্বক্ষনিক দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ, দলীয় কর্মকান্ড পরিচালনা ও সমাজ সেবায় নিজেকে ব্যস্ত রাখছেন আগামী নির্বাচনে নোয়াখালী-৫ আসনে  বিএনপির ভরসার প্রতীক হয়ে ওঠা আলহ্জ্ব ফখরুল ইসলাম। 

বসুরহাট পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটনের মতে, আলহাজ্ব ফখরুল ইসলাম দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। অতীতেও বিভিন্নভাবে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। তাঁর মতো উদার মানসিকতার ও বিচক্ষন নেতা দলের জন্য খুবই প্রয়োজন। তিনি বলেন, আলহাজ্ব ফখরুল ইসলামের নেতৃত্বে নোয়াখালী-৫ আসনে বিএনপি ঐক্যবদ্ধ। তবে এ আসনে প্রয়াত ব্যারিষ্টার মওদুদ আহমদের সহধর্মীনি হাসনা জসীম উদ্দিন মওদুদ, সাবেক ছাত্রনেতা বজলুর করিম চৌধুরী আবেদ ও জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসিও আলোচনায় আছেন বলে জানান তিনি। 

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন জানান, বিএনপি এখনো আন্দোলনের মাঠে আছে। নির্বাচন নিয়ে এখনো চিন্তা নেই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, তখন কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা তার পক্ষেই কাজ করবো। তবে প্রাথমিক আলোচনায় হাসনা জসিম উদ্দিন মওদুদ, আলহাজ্ব ফখরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাবেক ছাত্রনেতা বজলুর করিম চৌধুরী আবেদের নাম শোনা যাচ্ছে বলে জানান তিনি। 

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকদের মতে প্রার্থী হিসেবে অনেকের নাম শোনা গেলেও আলহাজ্ব ফখরুল ইসলামেই ভরসা পাচ্ছেন তারা। অন্যদেরকে কখনো কাছে পাননা বলেও জানান তারা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->