• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:২০:৫৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

নাসিক ৭ নং ওয়ার্ড মধ্য কদমতলী এলাকার সড়ক চলাচল অযোগ্য


শনিবার ১৭ই সেপ্টেম্বর ২০২২ রাত ০২:৩৫



নাসিক ৭ নং ওয়ার্ড মধ্য কদমতলী এলাকার সড়ক চলাচল অযোগ্য

নাসিক ৭ নং ওয়ার্ড মধ্য কদমতলী এলাকার সড়ক চলাচল অযোগ্য

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন - নাসিক ৭নং ওয়ার্ড মধ্য  কদমতলী পশ্চিম পাড়া এলাকা সড়ক অল্প বৃষ্টিতে চলাচল অযোগ্য হয়ে পড়েছে ।গতকাল বুধবার সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্ঠিতে এলাকার সড়ক গুলো পানিতে তলিয়ে যায়। এতে করে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা, চাকুরীজীবি , শিক্ষক , নানা পেশাজীবির লোকেরা এই পানি বন্দী জীবন যাপন করছে ।মেয়রের দৃষ্টি আকর্ষণ করে  নাসিক ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান হারুন বলেন, এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী আমরা মধ্য কদমতলী এলাকাবাসী অল্প বৃষ্টির পানিতে গৃহবন্দী হয়ে যাই।আপনি আমাদের দুঃখ কষ্টের কথা চিন্তা করে আধা কিলোমিটার রাস্তা ও কয়েকশত ঘরবাড়ী পানি বন্দী থেকে উদ্ধার করে স্বাভাবিক করতে পদক্ষেপ গ্রহন করলে আমরা এলাকাবাসী উপকৃত হব।কদমতলী  মধ্যপাড়া হতে বিল পর্যন্ত সড়ক গুলো নিচু হওয়াতে এধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এধরনের দুর্ভোগ লাগবে আপনার সু-দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।সড়কের প্রায় ল্যাম্প পোষ্ট গুলো ঝিঝুপোকার মত নিবে আর জ্বলে দেখার মত কেউ নেই।এব্যাপারে এলাকাবাসী কয়েকবার কাউন্সিলরকে বলার পরও তিনি  কোন পদক্ষেপ নেয় নাই।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->