• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০২:২৯ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

মহেশখালীতে ডাকাতের গুলিতে পুলিশ সদস্য আহত


বুধবার ১৫ই মে ২০২৪ দুপুর ০১:৪৭



মহেশখালীতে ডাকাতের গুলিতে পুলিশ সদস্য আহত

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

কক্সবাজারের মহেশখালীতে ডাকাতের গুলিতে মনির আহমদ (২৮) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) রাত ৯টার দিকে উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর কাছে এ ঘটনা ঘটে। 

আহত মনির আহমদ মহেশখালী থানা পুলিশের মাতারবাড়ি ফাঁড়ির পুলিশ সদস্য। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। 

তিনি বলেন, নিয়মিত উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। এ সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারে ১৫-২০ জন গাড়ি থামিয়ে ডাকাতি করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি। এ সময় আমাদের এক পুলিশ সদস্য আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->