• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৮:৪০:৪৭ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

আজ পবিত্র ঈদুল আজহা


সোমবার ১৭ই জুন ২০২৪ সকাল ১১:১২



আজ পবিত্র ঈদুল আজহা

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আজ পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় উদযাপন করছে ঈদুল আজহা ।

 হিজরিবর্ষপঞ্জি অনুসারেজিলহজ মাসের১০ তারিখে ঈদুলআজহা উদযাপিতহয়। হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নত অনুসরণকরে সারা বিশ্বেরমুসলমানরা কোরবানিদেন এই দিনে। 

সম্মিলিতভাবে ঈদের দুইরাকাত নামাজশেষে ব্যক্তি, সমাজ, দেশ, মুসলিমউম্মাহ এবং সারাবিশ্বের কল্যাণকামনায় দোয়াকরেন ধর্মপ্রাণ মুসলমানরা।জামাত শেষেকোলাকুলি করে প্রকাশকরেন পরস্পরেরপ্রতি ভালোবাসা। ঈদগাহ থেকে বাড়ি ফিরে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করেন।

পশু কোরবানিই ঈদুলআজহার প্রধানআনুষ্ঠানিকতা। ধর্মীয় নির্দেশনা অনুযায়ী মাংস ভাগ করে দেওয়া হয় আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও অসহায় মানুষের মাঝে। 

পে অফ -  মুসলিমসম্প্রদায়ের ধর্মীয়এই উৎসব উপলক্ষেবিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক ও সাংস্কৃতিকসংগঠনের নেতৃবৃন্দওদেশবাসীকে ঈদ শুভেচ্ছাজানিয়েছেন। ঈদেরআনন্দ ভাগাভাগিকরে নিতে শহরেরহাজারো মানুষ গিয়েছেনগ্রামের বাড়িতেস্বজনদের কাছে।

মন্তব্য করুনঃ


-->