জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় দুদিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(৩০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হলে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে এ মেলার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এসময় আটপাড়া-কেন্দুয়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল ও পুলিশ সুপার ফয়েজ আহমেদ সহ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ