• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৩:০৮ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে মা-ছেলেকে হত্যা: এক মাস পর আসামি গ্রেফতার


শুক্রবার ১০ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:২২



গাজীপুরে মা-ছেলেকে হত্যা: এক মাস পর আসামি গ্রেফতার

ব্রিফিং করছেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।

মফস্বল ডেস্ক :

গাজীপুরের শ্রীপুরে মা ও পাঁচ বছরের শিশুকে হত্যার ঘটনায় এক মাস পর হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের মহেশখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি মাওনার অবদামোড় এলাকায় রুবিনা আক্তারকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের চেষ্টা করে রহমত আলী। পরে পাশে থাকা ৫ বছরের শিশু জিহাদ ঘুম থেকে জেগে ওঠায় তাকে গলা টিপে হত্যা করে। ঘটনাটি ধামাচাপা দিতে রুবিনাকেও হত্যা করে রহমত। পরে পুলিশ খবর পেয়ে হত্যার ৩ দিন পর তালাবদ্ধ ঘর থেকে রুবিনা আক্তার ও শিশু জিহাদের মরদেহ উদ্ধার করে এবং আসামিকে গ্রেফতার করতে তদন্তে নামে পুলিশ। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্ত ঝিনাইদহের মহেশখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->