• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৫:৪৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০১:২১ পিএম, ২২ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে জেলে গুলিবিদ্ধ


মঙ্গলবার ২২শে নভেম্বর ২০২২ দুপুর ০১:২১



নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে জেলে গুলিবিদ্ধ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক :

টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী’র (বিজিপি) গুলিতে মোহাম্মদ কাসেম (৩৮) নামের এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

জেলে গুলিবিদ্ধ হওয়া ঘটনাটি নিশ্চিত করে টেকনাফ পৌরসভা ক্ষুদ্র মৎসজীবি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম জানান, রোববার (২০ নভেম্বর) মোহাম্মদ হাশেমের মালিকানাধিন ফিশিং ট্রলার নিয়ে স্থানীয় জেলে জাহেদ, আনোয়ার, রহমতউল্লাহ ও কাসেম সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে সোমবার বিকেলে ফেরত আসার সময় হঠাৎ করে বিজিপি’র একটি দল তাদেরকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে দুই পায়ে গুলিবিদ্ধ হন কাশেম।

তিনি আরও বলেন, পরে অন্যান্য মাঝিমাল্লারা গুলিবিদ্ধ কাশেমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম বলেন, একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->