• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ১২:৫৩:১৮ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

০৩:২৩ পিএম, ১২ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর
অপরাধ

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা ও আইস জব্দ


শনিবার ১২ই নভেম্বর ২০২২ বিকাল ০৩:২৩



টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা ও আইস জব্দ

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

শুক্রবার (১১ নভেম্বর) রাতে টেকনাফ উপজেলার লেদায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

এ নিয়ে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, একজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে লেদা এলাকার বেড়ীবাঁধের দিকে আসতে দেখে বিজিপি সদস্যরা তাকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার কাছে থাকা ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা তার ব্যাগ তল্লাসী করে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল আইস মেথ এবং ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে। তবে ওই চেরাকারবরীকে আটক করা যায়নি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->