পিরোজপুরে বিএনপি জামাতের বিরুদ্ধে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শান্তি মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের হোটেল বিলাশ চত্তরে জেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি মিছল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস, জেলা আওয়ামীলীগে সহ সভাপতি আক্তারুজ্জমান ফুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক এবং সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ অন্যান্য নেতারা। সমাবেশ শেষে জেলা আওয়ামীলীগের এর নেতর্মীরা শহরের বিভিন্ন সড়কে শান্তি মিছিল করেন।
মন্তব্য করুনঃ