• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৫:১৫ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

মারা গেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক


রবিবার ১৮ই ডিসেম্বর ২০২২ দুপুর ০১:১২



মারা গেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

সংগৃহীত

 পিরোজপুর  প্রতিনিধ  : 

মারা গেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ হাকিম হাওলাদার (ইন্নালি....রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। 

শনিবার(১৭ ডিসেম্বর) রাত সোয়া আটটার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

গত ২৭ নভেম্বর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হাকিম হাওলাদারকে দ্বিতীয় বার পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। 

হাকিম হাওলাদারের প্রতিবেশী সাংবাদিক জহিরুল হক টিটু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

টিটু জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভূগছিলেন হাকিম হাওলাদার। বৃহস্পতিবার খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে হাকিম হাওলাদার স্ত্রী,দুই মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

এদিকে হাকিম হাওলাদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন,আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম এ আউয়াল এবং পিরোজপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক সহ দলীয় নেতারা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->