• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৮:৫৪:৩৪ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

আজ পবিত্র হজ


শনিবার ১৫ই জুন ২০২৪ সকাল ১১:১৩



আজ পবিত্র হজ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আজ ৯ জিলহজ, শনিবার, পবিত্র হজ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করবেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আগত লাখো মুসলিম। 

আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার থেকেই মিনায় অবস্থান করেছেন হজযাত্রীরা। সেলাইবিহীন দুই টকরো সাদা কাপড় পরে হজের নিয়ত করে তাঁরা মক্কা থেকে মিনায় যান। মিনায় নিজ নিজ তাঁবুতে মধ্যে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেন তারা। আজ ফজরের নামাজ আদায় করেই আরাফাতের ময়দানে ফিরে আসছেন তারা। আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে দেয়া হচ্ছে হজের খুতবা। মহানবী হজরত মুহাম্মদ (সা.) মসজিদে নামিরা থেকে বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখান থেকে খুতবা পাঠ করছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি।

মন্তব্য করুনঃ


-->