সময়ের বিবর্তনে আর আধুনিক প্রযুক্তির জোয়ারে অনেকটাই জৌলুস হারিয়েছে বাংলা সংস্কৃতির অন্যতম অংশ বাঁশ-বেত শিল্প। তার ওপর কাঁচামালের দুষ্প্রাপ্যতা এবং উপকরনের দাম বেড়ে যাওয়ায় পেশা পরিবর্তন করেছেন কারিগররা।
এর মাঝেও বাপ দাদার পেশা আঁকড়ে রেখেছেন নেত্রকোণা সদর উপজেলার বাজে আমলি গ্রামের হিন্দু সম্প্রদায়ের অন্তত ৭০টি পরিবার। শত প্রতিবন্ধকতা এড়িয়ে তারা এখনো তৈরী করছেন বাঁশের তৈরী কুলা, ঝুড়ি, খাঁচা, খুচি, সোফা, বিয়ের কুঞ্জসহ নানান সামগ্রী। কিন্তু ভালো নেই তারাও।
পেশা টিকিয়ে রাখতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছেন অনেকে। কেউ কেউ হয়েছেন এলাকা ছাড়া। তবে এর মাঝে কিছু পরিবার ঋণ পেয়েছেন সমাজসেবা কার্যালয় থেকে। ঐতিহ্যবাহী এ শিল্প টিকিয়ে রাখতে সমানভাবে সরকারি পৃষ্ঠপোষকতা দাবি কারিগরদের। ঐতিহ্যবাহী এ শিল্পের সংকট সমাধানে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নেত্রকোণা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপ-ব্যবস্থাপক মোঃ আক্রাম হোসেন।
মন্তব্য করুনঃ