• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৪:৪০ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে


বৃহঃস্পতিবার ৫ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:০২



নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে

নারায়ণগঞ্জে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মোঃ কাইয়ুম আলী, নারায়নগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা কয়েকশতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার(৪ জানুয়ারী) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের ২নং রেলগেট এলাকায় এই অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল অফিসার মো. সফিউল্যাহ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

রেললাইনের দুপাশে যত অবৈধ স্থাপনা আছে সব উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সফিউল্যাহ।

অভিযানে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ