• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১২:১১:২৬ (31-Dec-2024)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত;কাদের মির্জা সভাপতি বাদল সম্পাদক


শুক্রবার ২রা ডিসেম্বর ২০২২ বিকাল ০৫:২৪



কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত;কাদের মির্জা সভাপতি বাদল সম্পাদক

সভাপতি আব্দুল কাদের মির্জা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল

প্রশান্ত সুভাষ চন্দ, চ্যানেল এস ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ‍উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জাকে সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। 

শুক্রবার দুপুর ২টায় উপজেলার বসুরহাট এএইচসি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও শহীদুল্লাহ খান সোহেল সহ উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->