• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৫:৩৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

তোলারাম কলেজের ইংরেজি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে, প্রাক্তন ছাত্র ছাত্রীদের (এলামনাই এসোসিয়েশনে)রেজিস্ট্রেশন উদ্বোধন


শনিবার ১৭ই সেপ্টেম্বর ২০২২ রাত ০২:৫০



তোলারাম কলেজের ইংরেজি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে, প্রাক্তন ছাত্র ছাত্রীদের (এলামনাই এসোসিয়েশনে)রেজিস্ট্রেশন উদ্বোধন

প্রাক্তন ছাত্র ছাত্রীদের (এলামনাই এসোসিয়েশনে)রেজিস্ট্রেশন উদ্বোধন

ফতুল্লা প্রতিনিধি (বদিউজ্জমান খান) : সরকারি তোলারাম কলেজ, ইংরেজি বিভাগের ২৫ বৎসর পূর্তি (রজত জয়ন্তী) উপলক্ষে  বিভাগের প্রাক্তন ছাত্র ছাত্রীদের এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন কলেজের মান্যবর  অধ্যক্ষ প্রফেসর বেলা রাণী সিংহ।

বৃহস্পতিবার দুপুরে ইংরেজি বিভাগে অনুষ্ঠানিকভাবে এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। অক্টোবরের মাঝামাঝি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২৫ বৎসর পূর্তি উদযাপন হবে ইনশাআল্লাহ। অনলাইন এবং অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন চলছে।

এলামনাই এসোসিয়েশন রেজিস্ট্রেশনে সদস্য হওয়ার ক্ষেত্রে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ১.আজীবন সদস্য ফি ৫০০ টাকা, ২.এক বছরের জন্য ১০০টাকা এবং ৩. দাতা সদস্য ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি তোলারাম কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শহীদুল ইসলাম প্রাক্তন সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সরকারি তোলারাম কলেজের ইংরেজী বিভাগের সকল শিক্ষার্থীদের দ্রুত সদস্য হবার জন্য অনুরোধ করা হচ্ছে।এ উপলক্ষে কালারফুল, সমৃদ্ধ স্মরণিকা প্রকাশিত সহ নানা আয়োজনে উদ্যোগ নিয়েছে ইংরেজী বিভাগ। 

সদস্যদের যোগাযোগ বিশেষ প্রয়োজনে :- বিভাগীয় প্রধান - প্রফেসর মোঃ শহীদুল ইসলাম, ইংরেজি বিভাগ। মোবাইল নং - ০১৭১৮২৫৬৬৬৫।

আহ্বায়ক - জনাব মোঃ মাহবুবুল আলম শাহ- ০১৭৭৮৮৮০৭০৭।  অফিস -০১৭৬৫৮৩৫৮২৯- অলিউল্লাহ সাথে যোগাযোগের আহবান করেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->