মফস্বল ডেস্ক :
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল)। আবারও রংপুর সিটির মেয়র নির্বাচিত হলেন লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার। ২২৯টি কেন্দ্র হতে পাওয়া তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ১,৪৬,৭৯৮। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোট পড়ার হার ৬৫.৮৮ শতাংশ।
মোস্তাফিজার রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা মার্কার প্রার্থী মো. আমিরুজ্জামান পেয়েছেন ৪৯,৮৯২ ভোট। এছাড়া, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন মোট ২২,৩০৬ ভোট।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ২২৯টি ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ হয়। সকাল সাড়ে ৮টায় নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে হাতি মার্কার প্রার্থী মো. লতিফুর রহমান পেয়েছেন ৩৩,০৯৪ ভোট। ডাব প্রতীক নিয়ে মো. আবু রায়হান পেয়েছেন ১০,৫৪৯ ভোট।
মন্তব্য করুনঃ